Uorfi Javed কে \'পিটিয়ে খুনের\' হুমকি

2023-04-17 1

ফের হুমকির মুখে ঊরফি জাভেদ। এবার ঊরফিকে মারধর করার হুমকি দেওয়া হল বলে অভিযোগ করেন বলিউডের মডেল অভিনেত্রী। চলচ্চিত্র পরিচালক নীরজ পান্ডের অফিস থেকে কেউ ফোন করে তাঁকে হুমকি দেন বলে অভিযোগ করেন ঊরফি জাভেদ।